ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফলাইনে ফেসবুক ভিডিও দেখার সুবিধা চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
অফলাইনে ফেসবুক ভিডিও দেখার সুবিধা চালু

ঢাকা: ফেসবুক থেকে ডাউনলোড করা ভিডিওগুলো এখন থেকে অনলাইনে না থেকেও দেখা যাবে। ফেসবুকের স্মার্টফোন অ্যাপের মাধ্যমে এ সুবিধা ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক একটি সংবাদমাধ্যম জানায়, ফেসবুক থেকে সেভ করে রাখা ভিডিওগুলো এখন থেকে অফলাইনে দেখা যাবে। তবে ইউটিউবের ভিডিও ফেসবুক অ্যাপ থেকে সেভ করা যাবেনা।

সেভ করা ভিডিওগুলো ইচ্ছেমতো যেকোনো সময় রিমোভ করা সম্ভব। ফেসবুক অ্যাপের বেটা সংস্করণ ৮৫ ও ৮৬ -এর মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।