ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিআইএফ’র সাইজ ১৫ মেগা করলো টু্ইটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
জিআইএফ’র সাইজ ১৫ মেগা করলো টু্ইটার

তথ্যপ্রযুক্তির এই যুগে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেট জিআইএফ (GIF) অতি পরিচিত এক নাম। ইন্টারনেট ঘাটলেই এই ফরম্যাটের মাজাদার আর আনন্দদায়ক প্রচুর এনিমেটেড ছবি পাওয়া যায়।

কিন্তু আপলোডিং সাইজের সীমাবদ্ধতার কারণে অনেকেই জিআইএফ ফরম্যাটের ছবি টুইটারে আপলোড করতে পারতেন না। এই অসুবিধা দুর করতে টুইটার জিআইএফ ছবির সাইজ এবার ৫ মেগাবাইট থেকে বাড়িয়ে ১৫ মেগাবাইট করেছে।

এর ফলে সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা তাদের টুইটারে অ্যাকাউন্টে বেশী সময়ের এবং ভালো মানের জিআইএফ ফরম্যাটের ছবি আপলোড করতে পারবেন।
তবে ১৫ মেগাবাইট সাইজের ছবি আপলোডের এই সুবিধাটি শুধুমাত্র উপভোগ করা যাবে ওয়েব ভার্সনে। তাই মোবাইলের ব্যবহারকারীদের জন্য আগের সেই ৫ মেগাবাইট রয়েছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং খ্যাত মাধ্যমটি।

বিশেষজ্ঞরা মনে করছে ইন্টারনেটে, বিশেষকরে সামাজিক মাধ্যমে জিআইএফ ফরম্যাটের ছবির ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদার দিকটি বিবেচনা করেই টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।