ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উই’র স্মার্ট সল্যুশন ‘এ১’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
উই’র স্মার্ট সল্যুশন ‘এ১’

স্মার্টফোনের ব্যবহারকারীরা যাতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের বেসিক কাজগুলো নিঁখুত ও সহজভাবে সম্পন্ন করতে পারে সে লক্ষে দেশের বাজারে স্মার্ট সল্যুশনস নামক মডেল ‘এ১’ এনেছে উই।

অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেমের এই হ্যান্ডসেটটি মূলত ঈদকে কেন্দ্র করে এয়ারটেলের সঙ্গে যৌথভাবে প্রকাশ করা হয়েছে।

২৭৯০ টাকা মূল্যের উই’র এ১ কিনলে গ্রাহকরা সঙ্গে এয়ারটেলের ১৮৯৪ টাকার দারুণ একটি ঈদ প্যাকেজ বান্ডেল পাবেন।

ঢাকায় আমরা কোম্পানিজের কার্যালয়ে এয়ারটেল বাংলাদেশের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইন্দ্রদীপ মজুমদার, এয়ারটেল বাংলাদেশের হেড অব মার্কেটিং সত্যজিৎ ভি পি বালেকুন্দ্রি, উই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ, উই’র চীফ অপারেটিং অফিসার মোরশেদ আলম এবং উই’র হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস মুন্তাসির আহমেদ-এর উপস্থিতিতে ঈদ বান্ডেল অফারটি ঘোষণা করা হয়। এছাড়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষর হয়।

তথ্য মতে, নতুন মডেল এ১ ছাড়াও বাজারের উই’র এল১, আর১, বি১ এবং ভি১ এর সঙ্গে ক্রেতারা বিনামূল্যে যথাক্রমে ২৮৬০ টাকা, ৩৮২৬ টাকা, ৫৩৫৬ টাকা এবং ৬১২২ টাকা মূল্যের এয়ারটেল প্যাকেজ বান্ডেল অফার উপভোগ করতে পারবেন। এছাড়া উই এক্স১-এর সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে একটি ব্লুটুথ হেডফোন।

বান্ডেল অফার সম্পর্কে এয়ারটেল বাংলাদেশের সিএফও বলেন, স্মার্টফোনের স্মার্ট ব্যবহার নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা। উই স্মার্ট সল্যুশনসের নতুন একটি মডেলসহ আরো বেশ কয়েকটি মডেলে আমরা এয়ারটেল বান্ডেল অফার চালু করতে যাচ্ছি। সবার কাছে এয়ারটেলের দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেয়াও আমাদের উদ্দেশ্য।

উই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে নতুন মডেলটির সঙ্গে প্যাকেজ বান্ডেল অফারটি গ্রাহকরা দারুণ উপভোগ করবে বলে আশা করছি। এছাড়া সারাদেশে আমাদের উই ওয়াইফাই এখন ৬০০টিরও বেশি জায়গায় পৌঁছে গিয়েছে। পাশাপাশি থাকছে উই ক্লাউড। খুব কম সময়ে উই’র বর্তমান মডেলগুলোর বিক্রি হয়েছে উল্লেখযোগ্য হারে। সবমিলিয়ে আমরা বেশ আশাবাদী।  

নতুন কিংবা পুরাতন সকল বায়োম্যাট্রিক নিবন্ধনকৃত এয়ারটেল সিমের জন্য অফারটি প্রযোজ্য। হ্যান্ডসেটে সিম প্রবেশের ২৪ ঘন্টার মধ্যেই নির্দিষ্ট অফারটি কার্যকর হবে।
উল্লেখ্য, কল ও ইন্টারনেট ডাটা মিলিয়ে উই’র ভিন্ন ভিন্ন মডেলের জন্য ভিন্ন ভিন্ন এয়ারটেল বান্ডেল অফার সাজানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।