ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যাগপ্যাকার্সের সঙ্গে বিকাশের চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ব্যাগপ্যাকার্সের সঙ্গে বিকাশের চুক্তি

মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ ও ব্যাগপ্যাকার্সের মধ্যে একটি চুক্তি সাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাগপ্যাকার্সের অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশ এম কমার্সের অ্যাকাউন্ট ম্যানেজার আসাদুল্লাহ এমিল ও ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু।

এই চুক্তির আওতায় ব্যাগপ্যাকার্স থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ দিয়ে করলে ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। রমজান মাসজুড়ে অফারটি চালু থাকবে

এই ছাড়ের পাশাপাশি অনলাইনে (bagpackersbd.com) ও রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে শোরুমগুলোতে চলছে 'ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট' অফার।

এখান থেকে যে কোন ব্যাগ কিনলে ক্রেতারা একটি স্ক্যাচ কার্ড পাবেন, আর এই কার্ড ঘষলেই মিলবে নগদ টাকা। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের ওপর এই অফার চলছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।