ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং আনছে হুয়াই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
অ্যান্ড্রয়েড নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং আনছে হুয়াই

ঢাকা: নতুন নতুন হ্যান্ডসেটের মাধ্যমে বাজার মাতিয়ে রাখা চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াই নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে কাজ করছে। গুগলের অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ বলে এক রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো জানায়, বিকল্প মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম উন্নয়নে গবেষণা করছে হুয়াই। প্রকল্পের সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে সূত্র হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নকিয়ার সাবেক তিন কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন বলে জানা গেছে।

গত বছর হুয়াইয়ে চিফ ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে যোগ দেন আবিগালি ব্রডি নামে অ্যাপলের সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টর। হুয়াইয়ের নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত এ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আর অপারেটিং সিস্টেমটিতে কি কি বিশেষত্ব থাকছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এর আগে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ‘টাইজেন’ নামে নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করে।

এছাড়া অ্যামাজন তার ট্যাবলেটে অ্যান্ড্রয়েড নির্ভর অপারেটিং সিস্টেম ‘ফারায়’ ব্যবহারের সিদ্ধান্তের কথা জানায়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।