ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনের অব্যবহৃত ডিফল্ট অ্যাপ মুছে ফেলুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আইফোনের অব্যবহৃত ডিফল্ট অ্যাপ মুছে ফেলুন

ঢাকা: বেশ কয়েক বছর ধরেই আইফোনের কিছু ডিফল্ট অ্যাপ মুছে ফেলার ব্যবস্থা করতে অ্যাপলকে অনুরোধ জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা।  

কারণ আইফোনের এমন অনেক অ্যাপ আছে যা একদমই ব্যবহার করা হয় না অনেকের।

এদের কেউ আইবুকস, কেউ ম্যাপস, ওয়াচ, হেলথ, কিংবা টিপসসহ প্রায় ৩২ টি অ্যাপ কখনোই ব্যবহার করেন না, কিন্তু না করলেও সেগুলো থেকে রেহাই মেলে না, কারণ সেগুলো ডিফল্ট অ্যাপ।  

আপনারা যারা ডিফল্ট অ্যাপ মুছে ফেলতে চাচ্ছিলেন, তাদের জন্য আশার খবর হলো, এই প্রথমবারের মতো আইফোন থেকে ডিফল্ট অ্যাপ মুছে ফেলার সুযোগ চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোনের পাশাপাশি আইপ্যাড ও আইপড টাচেও এ সুযোগ মিলবে।  

তবে সব ডিভাইস থেকে নয়, কেবল আগামীতে বাজারে আসতে যাওয়া আইওএস১০ অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলোতেই শুধু এই সুবিধা থাকবে। আইফোন, আইপ্যাড বা আইপড টাচ তৈরির সময়ই বেশ কিছু অ্যাপ ডিফল্ট অবস্থায় ডিভাইসগুলোতে ইনস্টল করে থাকে অ্যাপল, যাদের কোন কোনটা বেশ প্রয়োজনীয়।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, জুন ১৬, ২০১৬
একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।