ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাইবান্ধায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কর্মশালার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
গাইবান্ধায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কর্মশালার উদ্বোধন

গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ২৬ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও পিটিআই আইটি ভবনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল মমিন খান, পিটিআই সুপারিনটেন্ডেন্ট মোছাম্মাৎ শামছিয়া আকতার বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাব্বেরুল ইসলাম প্রমুখ।

এ কর্মসূচির আওতায় সারাদেশে তিন হাজার নারীকে আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। সারাদেশের মধ্যে গাইবান্ধা জেলায় এ কর্মসূচির প্রথম শুভ সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।