ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রমজানে মাস্টারকার্ডের ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
রমজানে মাস্টারকার্ডের ক্যাম্পেইন

পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে মাস্টারকার্ড বাংলাদেশ তাদের মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন।

গ্রাহকদের নগদ অর্থ পরিবহনের ঝুঁকি এড়িয়ে কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের সুযোগ করে দেয়ার কার্যক্রমের অংশ হিসেবে মাসব্যাপী এই অফার ঘোষণা করেছে বৈশ্বিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি।

 

এই অফারে মাস্টারকার্ডের গ্রাহকরা দেশের জনপ্রিয় ও সুপরিচিত লাইফস্টাইল শপে ও রেস্টুরেন্টের বিশেষ কিছু সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, রমজান মাসে ইফতারি ও সেহেরি খেতে বাইরে যাওয়াটা দিনদিন নগরজীবনে জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের মৌসুমে শহুরে মানুষজনের মধ্যে যেমন ব্যাপকহারে কেনাকাটার জন্য শীর্ষস্থানীয় আউটলেট তথা দোকানগুলোতে ভিড়ের প্রবণতা বেড়ে যায় তেমনি বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করার চাহিদাও নতুন মাত্রা পায়।

সেটি বিবেচনায় নিয়েই মাস্টকার্ডধারীদের জন্য নতুন অফার চালু করা হয়েছে। তিনি আরো বলেন, মাস্টারকার্ডের প্রতি গ্রাহকদের অগাধ আস্থা ও বিশ্বাস এবং গ্রাহকদের জন্য মাস্টারকার্ডের নগদ অর্থের পরিবর্তে কার্ডের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করার প্রতিশ্রুতির আলোকে আমরা নতুন এ অফার নিয়ে এসেছি।

এই অফারের আওতায় গ্রাহকরা মাস্টারকার্ডের পার্টনার রেস্টুরেন্টগুলোতে “অ্যাসকট ঢাকা, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টস, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল বেঙ্গল ব্লুবেরি, হোটেল ক্যানারি পার্ক, হোটেল রোজ ভিউ, পিকাসো, সিক্স সিজনস, দ্য ওলিভস, প্লাটিনাম রেসিডেন্স, প্লাটিনাম সুটস, দ্য পেনিনসুলা চিটাগাং, প্লাটিনাম গ্র্যান্ড ও দ্য ওয়ে ঢাকা” ইফতার ও নৈশভোজ খেতে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান অর্থ্যাৎ একটি কিনলে একটি ফ্রি।

এছাড়া ১৫০টিরও বেশী নামীদামী লাইফস্টাইল পণ্যের আউটলেটে “আর্টিস্টি, জেন্টল পার্ক, মেনজ্ ক্লাব, স্টাইলসেল, অহঙ, নাবিলা বুটিকস লিমিটেড, ওয়েস্টউড, গীতাঞ্জলী জুয়েলারি” ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পণ্য কেনার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।