ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘এশালন এশিয়া সামিটে’ অংশ নিচ্ছে ব্র্যানো ডটকম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
‘এশালন এশিয়া সামিটে’ অংশ নিচ্ছে ব্র্যানো ডটকম

ব্র্যানো ডট কমের পরিচিতি শুধু ই-কমার্স  সাইট হিসেবে নয়, এর মাধ্যমে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ডাটা ব্যবহারের মাধ্যমে সহজেই ব্যবসার বিভিন্ন কারিগরি দিক বিচার বিশ্লেষণ করা যায় এবং বিভিন্ন রিপোর্ট বের করা যায়।

আগামী ১৫ এবং ১৬ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এশালন এশিয়া সামিট ২০১৬’তে বাংলাদেশের অন্যতম এই ই-কমার্স মাধ্যমটি অংশগ্রহন করে দেশকে প্রতিনিধিত্ব করবে।

E27 সিঙ্গাপুরের প্রকাশনা জগতের একটি অংশ যারা বিভিন্ন অর্থায়ন, স্টার্টাপ এবং শিল্প উদ্যোক্তাদের জীবনী, বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা এবং বিভিন্ন  ব্যবসার ধরন নিয়ে আলোচনা করে থাকে।   প্রতিবছর বিভিন্ন ইভেন্টের আয়োজনও করে প্রতিষ্ঠানটি। পৃথিবীর বিভিন্ন দেশ এসব আয়োজনে অংশগ্রহনের সুযোগ পায় এবং প্রযুক্তিগত ব্যবসার বিভিন্ন ট্রেন্ড, ধারণা, প্রথা এবং বিভিন্ন বাধা সম্পর্কে আলাপ আলোচনা করে সমাধানে পৌছতে পারে।

তারই ধারাবাহিকতাই Echelon Asia Summit 2016, এ আয়োজনের মূল লক্ষ্য প্রযুক্তি/কারিগরি শিল্পের মধ্যে ঝামেলাহীন সম্পর্ক গড়ে তোলা।

এতে বিভিন্ন দেশের ১০০টা কোম্পানি অংশগ্রহন করতে যাচ্ছে তার মধ্যে ব্র্যানো অন্যতম।

এখানে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবসা এগিয়ে নিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।

‌উল্লেখ্য, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, কাজাখাস্তান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, এবং ভিয়েতনাম থেকে ৮০০টি কোম্পানি ২ মাসব্যাপী প্রতিযোগিতায় একে অপরের সাথে প্রতিদ্বন্দীতা করে। যেখান থেকে ১০০টি কোম্পানি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য পর্বে অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়।

এই আয়োজনে এসব প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিচ্ছে ৫০টির অধিক পার্টনার, ৪০০টির অধিক বিনিয়োগকারী, ৪ হাজারের বেশী অতিথি এছাড়া থাকছে ২৫০টি স্টল।

সামিটে বাংলাদেশী প্রতিষ্ঠানের নির্বাচিত হওয়ার ব্যাপারে ব্র্যানো বলছে, এটা অত্যন্ত আনন্দের। বিভিন্ন রাউন্ড পেরিয়ে সিঙ্গাপুরের এশালন এশিয়া সামিটে  বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমরা গর্ব বোধ করছি। এই অর্জন শুধু আমাদের না, আমাদের পার্টনার, ক্রেতা, সরবরাহকারি এবং শুভানুধ্যায়ীদেরও।

ব্র্যানো মূলত এই সামিটে উপস্থাপন করবে কিভাবে তারা নিজেদের ই-কমার্স ব্যবসাকে সফল করে তুলেছে একটি সফটওয়ারের মাধ্যমে যার নাম ব্র্যানো ইএমএস। দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজেদেরকে সফল ভাবে উপস্থাপন করতে ব্র্যানো সকলের দোয়াপ্রার্থী।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://e27.co/echelon/asia/top100 এবং ব্র্যানো সম্পর্কে আরো জানা যাবে এই ঠিকানায়  www.branooems.com

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।