ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপ ডটকমে ঈদ আয়োজন

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
প্রিয়শপ ডটকমে ঈদ আয়োজন

ঈদ উপলক্ষ্যে মাসব্যাপী ‘অনলাইন ঈদ শপিং ফেস্টিভাল’ শীর্ষক আয়োজন করেছে প্রিয়শপ ডটকম (PriyoShop.com)।

ফেস্টিভাল চলাকালে প্রিয়শপ থেকে গ্রাহকরা ৫০০ টাকার বেশি ঈদ শপিং করে নিশ্চিত ক্যাশ ভাউচার, প্রিয়জনসহ কক্সবাজারে ২রাত ৩দিন বিলাসবহুল হোটেলে অবকাশ যাপন, স্বর্ণের চেইনসহ মোট ৫০টি আকর্ষণীয় গিফট লাভের সুযোগ পাচ্ছেন।

 

দেশীয় এই ই-কমার্স সাইটে গ্রাহকরা তার প্রয়োজনীয় এবং পছন্দের সব ধরনের পণ্যই পাবেন। থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, বাচ্চাদের ড্রেস, ইম্পোর্টেড জুয়েলারি, সানগ্লাস, ঘড়ি, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস, ও প্রসাধনীসহ বাহারি সব পণ্যের পসরা নিয়ে সেজেছে প্রিয়শপ ডটকম। এমনকি গজ কাপড়ও পাওয়া যাচ্ছে এখানে, সেইসাথে প্রতিটি পণ্যেই রয়েছে ঈদের বিশেষ মূল্যছাড়।

অফার সম্পর্কে প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, পৃথিবীর যেকোন প্রান্ত হতে ঝামেলাহীন ঈদের কেনাকাটায় পছন্দের পণ্যটি ঘরে বসেই অর্ডার করার নির্ভরযোগ্য সমাধান দিতে আমাদের এ আয়োজন।

গ্রাহকরা অনলাইনে, ফোনে এবং স্যোশাল মাধ্যমেও অর্ডার দিতে পারবেন। সর্বোচ্চ ৭২ ঘন্টায় বাংলাদেশের মধ্যে ডেলিভারি দেয়া হয়। গ্রাহকদের জন্য পেমেন্ট সুবিধায় আছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ভিসা/মাস্টার/এ্যামেক্স কার্ড, ব্যাংক ডিপোজিট মাধ্যম।

অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসী বাংলাদেশীরাও প্রিয়জনের জন্য ঈদ শপিং করতে পারেন প্রিয়শপ থেকে।  

ঈদের কেনাকাটায় এসব অফার উপভোগ করতে ভিজিট করতে হবে এই www.priyoshop.com সাইট।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।