ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ কলে প্রতি সিমে জরিমানা ৪ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
অবৈধ কলে প্রতি সিমে জরিমানা ৪ হাজার টাকা

ঢাকা: অবৈধ কল টার্মিনেশনের কাজে ব্যবহৃত মোবাইল সংযোগ চিহ্নিত করার দুই ঘণ্টার মধ্যে সেগুলো বন্ধ এবং প্রতি ঘণ্টায় জরিমানার নির্দেশ দিয়েছে বিটিআরসি।

 

জরিমানার অংক প্রতি ঘণ্টায় ৪০০ টাকা করে বাড়বে বলে নির্দেশনায় বলা হয়েছে।

 

বিটিআরসি’র এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের পরিচালক মো. ইয়াকুব আলী ভুইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি মোবাইল অপারেটর প্রধান নির্বাহীদের (সিইও) পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়, সিম বক্স ডিটেকশন (এসবিডি) সিস্টেমে অবৈধ কল টার্মিনেশনে ব্যবহার করা সিম/রিম চিহ্নিত করার দুই ঘণ্টার মধ্যে বন্ধ করবে সংশ্লিষ্ট অপারেটর।
 
নির্দেশনায় আরও বলা হয়, অবৈধ কল টার্মিনেশনের কাজে ব্যবহৃত সিম বন্ধ না হলে প্রত্যেক সিম/রিমের জন্য চার হাজার টাকা জরিমানা করা হবে।
 
চিহ্নিত সিম দিয়ে অবৈধ কল টার্মিনেশনের কাজ অব্যাহত থাকলে প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৪০০ টাকা করে জরিমানাও গুণতে হবে।  
 
অবৈধ কল টার্মিনেশনে ব্যবহৃত সিম অপারেটররা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় নির্দেশনায়।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআইএইচ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।