ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যবিপ্রবিতে 'আইসিটি ক্যারিয়ার ক্যাম্প' শীর্ষক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ৯, ২০১৬
যবিপ্রবিতে 'আইসিটি ক্যারিয়ার ক্যাম্প' শীর্ষক সেমিনার

যশোর:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যাবপ্রবি) 'আইসিটি ক্যারিয়ার ক্যাম্প' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে যবিপ্রবি হল রুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরও কর্মসংস্থান সৃষ্টি ও আইসিটি শিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ছাত্র-ছাত্রীদের সামনে আইসিটি ক্যারিয়ার বিষয়ক ডকুমেন্টরি এবং ডিজিটাল বাংলাদেশ ও আইসিটির ভবিষৎ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অথিতির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব এস এম আশরাফুল ইসলাম, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া কবীর, বিএএসআইএস’র প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন, যবিপ্রবি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আলম হোসেন।

সেমিনার শেষে যবিপ্রবি’র কম্পিউটার ও প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রনিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।