ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুন ৬, ২০১৬
শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার- এ স্লোগানে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ,অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পে তথ্য প্রযুক্তি খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও সম্পৃক্ততা বাড়াতে চাঁদপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৬ জুন) দুপুর ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করে ইন্টারশিপ স্পিড.কম বিডি।

 

ক্যাম্পে চাঁদপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হলে কিভাবে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার উন্নয়ন করতে পারবে এ বিষয়ে ধারণা দেন সফটওয়্যার স্কিল প্রশিক্ষক মি. সম্রাট ব্যানার্জি।  

এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন।  

আইটিএস এক্সপার্ট মাহফুজুল ইসলাম শামিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- চাঁসকের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উমেষ চন্দ্র লোদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অসিত বরন দাস, বাংলা বিভাগের প্রভাষক শেখ আমেনা ও সেলিনা বেগম।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের পরবর্তীতে জেলা পর্যায়ে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইন্টারশিপ স্পিড.কম বিডি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।