ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আটলান্টিকের তলদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট রুট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
আটলান্টিকের তলদেশে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট রুট

ঢাকা: ব্যবহারকারীদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কেবল ইন্টারনেট সংযোগ তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও ফেসবুক।

ছয় হাজার ৬শ’ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত ‘মারিয়া’ (এমএআরইএ) নামে এ কেবল রুটের মাধ্যমে যুক্ত হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দক্ষিণাংশ।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ‘হাব’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে শুরু করে স্পেনের বিলবাও পৌঁছাতে এ ইন্টারনেট সংযোগ ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়াকেও সংযুক্ত করবে।

৮টি কেবলের মাধ্যমে সমুদ্র তলদেশের এ সংযোগে প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের ক্ষমতা হবে ১৬০ টেরাবাইট। যা এ যাবতকালে সবচেয়ে দ্রুত ইন্টারনেট সংযোগ বলে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আগামী আগস্ট থকে নতুন এ সংযোগের কাজ শুরু হয়ে ২০১৭ সাল নাগাদ শেষে হবে বলে আশা করা হচ্ছে। এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে স্পেনের টেলিকম প্রতিষ্ঠান টেলিফোনিকাকে। আর নির্মাণ কাজ শেষে এটি পরিচালনা ও তত্ত্বাবধান করবে স্প্যানিশ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান টেলজিয়াস।

তবে এ প্রকল্পে কতো ব্যয় হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।