ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ডেভলপার সামিটে পতাকা উড়লো বাংলাদেশের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
গুগল ডেভলপার সামিটে পতাকা উড়লো বাংলাদেশের রাখশান্দা রুখাম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে ১৮ মে থেকে শুরু হয়েছে গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও’ । পৃথিবীর সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে এ প্রজন্মের চারজন রাখশান্দা রুখাম, মাহাবুব হাসান, ইশতিয়াক রেজা এবং জাবেদ সুলতান পিয়াস ।

যারা গুগলের মতো বিখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

সার্চ জায়ান্টের এই ইভেন্টের আগের দিন সাধারণত ‘গুগল ডেভলপার সামিটের’ আয়োজন থাকে। সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত এই ডেভলপার সামিটে ১০০টি দেশের প্রায় ৫০০ ডেভলপার গ্রুপ ম্যানেজার, গুগল ডেভলপার রিলেশন টিমের সদস্য এবং গুগল ডেভলপার এক্সপার্টরা অংশগ্রহন করেন।

ডেভলপারদের ভোটে নির্বাচিত সামিটের শীর্ষ বক্তা জিডিজি ঢাকার ম্যানেজার এবং গুগল বাংলাদেশের উইমেন টেকমেকারস লিড রাখশান্দা রুখাম এতে বক্তব্য রেখেছেন। ডেভেলপার সাকসেস স্টোরিতে নাম উঠেছে বাংলাদেশের, যখন বড় পর্দায় ভেসে ওঠে বাংলাদেশ টিমের ছবি।

এসময় সম্মেলন কক্ষে উড়েছে বাংলাদেশের পতাকা এবং প্রশংসিত হয়েছে বাংলাদেশ।

ডেভেলপার গ্রুপের লিডদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডেভলপার রিলেশন টিমের গ্লোবাল ম্যানেজার আদ্রিয়ানা সেরানদোলো,  সেলে গ্রে এবং সামি কিজিলবাস ।

দিনব্যাপী ডেভলপার সামিটে ছিল আরো কিছু সেশন।

রাখশান্দা তার বক্তব্যে বলেন, প্রযুক্তিতে মেয়েরা অনেক সম্ভাবনা বহন করে মারিসা মেয়ার, সেরিল স্যান্ডবারগ তার অন্যতম উদাহরণ ।   বাংলাদেশের মেয়েরাও প্রযুক্তিতে শক্ত হাতে এগিয়ে আসছে । এসময় তিনি মাইক্রোসফটের বাংলাদেশ প্রধানসহ আইসিটি খাতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত নারীদের নাম উল্লেখ করেন।  

বাংলাদেশের মেয়ে রাখশান্দা রুখাম ২০১৫ সালে উইমেন টেকমেকারস নির্বাচিত হন এবং ২০১৬ তে গুগল ডেভলপার গ্রুপের ম্যানেজার হন । হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করে ইনোভেটিভ ডিজিটাল প্রডাক্ট ডিজাইনে এবং আইসিটি খাতে মেয়েদের অংশগ্রহণ নিয়ে কাজ করেন রাখশান্দা।

গুগলের এই সামিটে বাংলাদেশের তরুণ প্রজন্মের এটাই প্রথম অংশগ্রহন নয়। এর আগে পরপর ২ বছর জিডিজি সামিটে বাংলাদেশের আরিফ নিজামী বক্তা হিসেবে অংশগ্রহন করেছেন । তবে এবারই প্রথম শীর্ষবক্তার স্থান পায় বাংলাদেশ ।

উল্লেখ্য, চলমান এই সম্মেলনে পুরাণ ঢাকার মাহাবুব হাসান প্রতিনিধিত্ব করছেন জিডিজি ঢাকাকে, রাজশাহীর ইশতিয়াক রেজা করছেন জিডিজি সোনারগাঁকে এবং জাবেদ সুলতান পিয়াস প্রতিনিধিত্ব করছেন জিডিজি বাংলাকে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।