ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ কিনলেই উপহার এসি, ফ্রিজ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ল্যাপটপ কিনলেই উপহার এসি, ফ্রিজ! ছবি: দিপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। এতে নগদ ছাড়ের সঙ্গে মিলছে মূল্যবান উপহারও।

মেলায় আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কিনলে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজসহ আরও অনেক আকষর্ণীয় উপহার।
 
মেলার কার্নিভাল হলের অংশে প্রবেশ পথে হাতের বাঁ দিকে রয়েছে আসুসের ল্যাপটপ নিয়ে সাজানো স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টল। সেলসম্যান ফেরদৌস শরিফ জানালেন, ল্যাপটপের মডেল ভেদে ৫শ’ টাকা থেকে প্রায় বারো হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন। এছাড়া প্রতিটি ল্যাপটপের সঙ্গেই রয়েছে নানা রকম উপহার।
শরিফ জানান, ছাড়ের সঙ্গে স্ক্র্যাচকার্ড ঘষলেই ক্রেতা পাচ্ছেন নিশ্চিত উপহার। এতে রয়েছে এসি, ফ্রিজ, ব্যাকপ্যাক, স্মার্টফোন, রেইনকোট ও টি-শার্ট।
 
তবে এবারের মেলায় তাদের সবচেয়ে আকর্ষণীয় পণ্য হচ্ছে ফোর জেনারেশনের কোর আই থ্রি ১ দশমিক ৭০ গিগাহার্জের ল্যাপটপ। প্রকৃত দাম ২৯ হাজার ৫শ’ টাকা হলেও মেলায় দেওয়া হচ্ছে ২৬ হাজার ৮শ’ টাকায়। আর সবচেয়ে বেশি ছাড় দেওয়া হচ্ছে সিক্স জেনারেশনের কোরআই ফাইভের ২ দশমিক ৩০ গিগাহার্জের ল্যাপটপ। ৫৩ হাজার ৫শ’ টাকার ল্যাপটপটি মেলায় ৪২ হাজার ৩শ’ টাকায় দেওয়া হচ্ছে। এভাবে প্রতিটি ল্যাপটপের ছাড় রয়েছে এ স্টলে।
 
দেশে ১৭তম বারের মতো ল্যাপটপ মেলার এ আয়োজন করেছে এক্সপো মেকার। এতে দেশি-বিদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য নিয়ে সাজানো হয়েছে ৫৪টি স্টল। আগামী ১৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

**প্রথম দিনেই ল্যাপটপ মেলায় উপচেপড়া ভিড়
**মেলায় শিশুদের জন্য মিনি ল্যাপটপ আনলো ‘বিজয়’
**১৯০০ টাকায় থ্রি-জি ট্যাবলেট পিসি!
**গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।