ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু

বিআইসিসি প্রাঙ্গণ থেকে: রাজধানীতে শুরু হলো প্রযুক্তিপ্রেমীদের জন্য নানা আয়োজনে ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’। এতে দেশ-বিদেশের সবশেষ প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মূল্য ছাড়ে পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

 

শুক্রবার (১৩ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পর্দা ওঠে তিন দিনব্যাপী সামার ল্যাপটপ ফেয়ারের। আয়োজনে রয়েছে এক্সপো মেকার।

আয়োজকরা জানান, মেলায় চারটি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৫৪টি স্টল রয়েছে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সবশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রি করছে।

এবারের মেলায় মূল্যছাড় রয়েছে। এছাড়া একটি ল্যাপটপ কিনে আরেকটি ল্যাপটপ পাওয়ারও সুযোগ থাকছে। নির্দিষ্ট মডেলের সব ল্যাপটপের সঙ্গে একটি করে স্মার্টফোনও পাবেন ক্রেতারা। দেশের যেকোনো কম্পিউটার বাজারের চেয়ে এ মেলায় কম দামে ল্যাপটপ পাওয়া যাবে।
মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এডাটা, পান্ডার মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।

মেলায় পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ভ্যাটসহ ৩০ টাকা।

তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারছে। প্রতিবন্ধীরাও পাচ্ছেন বিনামূল্যে প্রবেশের সুযোগ।

বিকেল চারটায় বিআইসিসি’র মিডিয়া বাজারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১৩, ২০১৬
একে/ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।