ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘অনার ভি৮’র পেছনে দুই ক্যামেরা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ১০, ২০১৬
‘অনার ভি৮’র পেছনে দুই ক্যামেরা

আনুষ্ঠানিক প্রকাশের মাত্র একদিন আগেই ফাঁস হলো হুয়াইয়ের পরবর্তী স্মার্টফোন ‘অনার ভি৮’র কিছু ছবি। সেই ছবিগুলো এখন অনলাইনে ভাসছে এবং রেয়ার ডুয়্যাল ক্যামেরা বৈশিষ্ট্যটি সুস্পষ্ট করছে।

সেইসাথে এও গুজব রয়েছে যে আজই এর আত্মপ্রকাশ হচ্ছে।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াইয়ের আসন্ন এই ফোন নিয়ে করা প্রতিবেদন‍টি জিএসএম এরিনা শেয়ার করেছে প্রযুক্তি দুনিয়ায়। তথ্য মতে, পেছনে ডুয়্যাল ক্যামেরা ছাড়াও বিশেষ সুবিধা হিসেবে এর গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে।

তবে আগের রিপোর্ট লক্ষ্য করলে দেখা যায়, কেএনটি-এএল১০, কেএনটি-টিএল১০ এবং কেএনটি-এএল২০ নামের তিনটি মডেল রয়েছে হুয়াইয়ের তালিকায়। যার মধ্যে ‘কেএনটি-এএল১০ এবং কেএনটি-টিএল১০’ দুটোই যথাক্রমে ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চির টিএফএল ফুল এইচডি ডিসপ্লের।

ফোনদুটি ২.৩ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরে ক্ষমতাসম্পন্ন হলেও হুয়াওয়ের নিজস্ব প্রসেসর (কিরিন ৯৫০) এবং ওএস হিসেবে অ্যান্ড্রয়েডের সবশেষ ভার্সন ৬.০ (মারসম্যালো) প্রত্যাশিত। ৪জিবি ৠামের এ ফোনগুলোতে ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি হলেও ব্যবহারকারীরা প্রয়োজনে মোইক্রোএসডি কার্ড দিয়ে মেমোরি ১২০ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে।

উভয় স্মার্টফোনে ১২ এমপি ডুয়্যাল রেয়ার ক্যামেরায় ডুয়্যাল টোন লেড ফ্ল্যাশ এবং ৮ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। সংযোগ অপশনে আছে ফোরজি এলটিই, থ্রিজি, ডব্লিউল্যান, ইনফ্রারেড, ব্লুটুথ, ইউএসবি, এফএম রেডিও।

আর কেএনটি-এএল২০ মডেলের গ্রাহকরা পাবে ৫.৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে যার রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। ২.৫ গিগাহার্জ অক্টা কোর প্রসেসরের এ মডেলে প্রত্যাশিত কেরিন ৯৫৫। এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি, ৠাম ৪জিবি।

অবশ্য, তিনটি মডেলই আসছে ৩৪০০ এমএ্‌এইচ ব্যাটারিতে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।