ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মা দিবসে আপনজোন ডটকমের ‘মা ও আমি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
মা দিবসে আপনজোন ডটকমের ‘মা ও আমি’ মা দিবস নিয়ে আপনজোন ডটকমের প্রতিযোগিতা

৮ মে বিশ্বব্যাপী পালিত হবে মা দিবস। মায়েদের প্রতি সম্মান জানাতে দেশিয় ই-কমার্স সাইট আপনজোন ডটকম আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা।

মা দিবস নিয়ে এটি তাদের দ্বিতীয়বারের আয়োজন। ‘মা ও আমি (Mother's Day Celebration)’ নামক ছবির প্রতিযোগিতায় ৮ মে রোববারের মধ্যে মায়ের সাথে তোলা যেকোনো ছবি পোস্ট করতে পারবে যে কেউ।

বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে সেই ছবিটি যাতে লাইক পরবে সর্বাধিক। ঢাকার অভিজাত রেস্টুরেন্টে বিজয়ী তার মায়ের সাথে বাফেট ডিনার উপভোগ করতে পারবেন।  

পর্যায়ক্রমে লাইকের ভিত্তিতে আরো ১০টি ছবি নির্বাচিত হবে। বিশেষ পুরস্কার হিসেবে সে সকল পোষ্টকারীরা মা দিবসের প্রিন্ট করা স্পেশাল মগ পাবে।
এছাড়াও রয়েছে আপনজোন ডটকমে স্পেশাল কালেকশন। ফলে যারা বিশেষ এই দিনে মায়েদের কিছু দিতে চান তারা এখান থেকে শাড়ী, মগ, গিফট কার্ড সহ বিভিন্ন উপহার সামগ্রী ক্রয় করতে পারবেন।   এজন্য এই ওয়েবসাইটঃ http://www.aponzone.com/mothers-day ভিজিট করতে হবে।

আর কনটেস্টে অংশগ্রহনের ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/274620022872171/

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।