ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ইপসন ফটো কনটেস্টে’ বিজয়ী দশ আলোকচিত্রী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
‘ইপসন ফটো কনটেস্টে’ বিজয়ী দশ আলোকচিত্রী ছবি: সংগৃহীত

ডিজিটাল ফ্রেমে ঈদের স্মৃতি তুলে ধরে পুরস্কার জিতে নিয়েছে ‘ইপসন ঈদ ফটো কনটেস্ট ২০১৫’ প্রতিযোগিতার শীর্ষ ১০ ছবিয়াল।

প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে তিন পর্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক শামসুল হুদা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



পুরস্কার বিজয়ীরা হলেন- জাকারিয়া ইনজামাম আকিব, ফারহানা ইকবাল অর্নি, এমডি মুমিন, মীর মাইনুল, ইমন রেজা, আরিফুর রহমান তনু, গাজী আরিফ, নয়ন ইসলাম, পলাশ আহমেদ ও আরিফুল ইসলাম।

বিজয়ীদের মধ্যে প্রথম দুইজন ইপসন প্রিন্টার, তৃতীয় জন একুস্টিক পোর্টেবল স্পিকার এবং চতুর্থ বিজয়ী পেয়েছেন  ১ টেরাবাইট পোর্টেবল হার্ড ডিস্ক। এছাড়া বাকি ছয়জন পেয়েছে  একটি করে পাওয়ার ব্যাংক।

উল্লেখ্য, রোজার ঈদ উপলক্ষে কম্পিউটার সোর্স ফেসবুক ফ্যান পেজে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। যেখান থেকে লাইক, শেয়ার এবং বিচারকদের বিচারে নির্বাচিত হয় ৫৫টি ছবি। যার মধ্যে সেরা ১০টি ছবির সৌখিন আলোকচিত্রীদের  এ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।