ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কয়ারের পণ্য এখন প্রিয়শপে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
স্কয়ারের পণ্য এখন প্রিয়শপে

শীর্ষস্থানীয় দেশীয় টয়লেট্রিজ ব্র্যান্ড স্কয়ারের পণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেবে প্রিয়শপ ডটকম (PriyoShop.com)। গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং সহজে পণ্য সরবারহের লক্ষ্যে দেশের অন্যতম অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকমের সঙ্গে এ বিষয়ে চুক্তিতে আবদ্ধ হয়েছে স্কয়ার।



এর ফলে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে গ্রাহকরা প্রিয়শপ ডটকমের ওয়েবসাইট হতে সরাসরি স্কয়ার টয়লেট্রিজের যেকোন পণ্য কিনতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে প্রিয়শপ ডটকমে (priyoshop.com) খোলা হয়েছে স্কয়ার টয়লেট্রিজের ই-স্টোর। ফলে এক ক্লিকেই মিলবে স্কয়ারের সব পণ্য।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানান, এই চুক্তি উপলক্ষ্যে থাকছে স্কয়ারের প্রতিটি পণ্যে বিশেষ ছাড়! তিনি আরো জানান, ক্রেতাদের উন্নতর সুবিধা এবং ওয়ান স্টপ সার্ভিস প্রদানে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে প্রিয়শপ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসজেডএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।