ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘লজিটেক ডিলার মিটে’ নতুন ছয়টি পণ্য অবমুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
‘লজিটেক ডিলার মিটে’ নতুন ছয়টি পণ্য অবমুক্ত

ব্যবসায় অংশীদারদের উপস্থিতিতে ছয়টি নতুন পণ্য অবমুক্তির মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লজিটেক ডিলার মিট’।

বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত এই ব্যবসায় সম্মেলনে উপস্থিত শতাধিক ডিলারের সামনে লজিটেক এমএক্স অ্যানিহোয়্যার টু মাউস, এম ৩৩৭, কে ৪০০ প্লাস ও কে ৩৮০ কি বোর্ড, এক্স ৫০ বুম বক্স এবং কনফারেন্স ক্যামেরার বৈশিষ্ট্য তুলে ধরেন লজিটেক কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ।



তিনি জানান, নতুন এই ডিভাইসগুলোর মধ্যে লজিটেক এমএক্স অ্যানিহোয়্যার টু মাউসটি যে কোনো সমতলে কাজ করে এবং একই সঙ্গে চারটি ডিভাইসে সংযুক্ত করা যায়। স্মার্ট টিভিতে ব্যবহার সুবিধার কে ৪০০ প্লাস কি-বোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসে কাজ করে। এছাড়া ঘরে বসেই যে কোনো অনুষ্ঠান সম্প্রচার সুবিধা রয়েছে লজিটেক কনফারেন্স ক্যামেরার।

কম্পিউটার সোর্স পরিচালক এ ইউ খান জুয়েলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অপর পরিচালক আসিফ মাহমুদ।

এসময় তিনি সেরা ২০ ডিলারের জন্য থাইল্যান্ড সফর অফারের ঘোষণা দেন এবং আগামী বছর থেকে লজিটেকের পক্ষ থেকে অস্বচ্ছল পাঁচ জন লজিটেক পণ্য বিক্রেতাদের মেধাবী সন্তানদের বৃত্তি দেয়া হবে বলে জানান।

অনুষ্ঠান শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন ডিলারকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।