ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জানুয়ারিতে ভারতের বাজারে মাইক্রোসফট সারফেস প্রো৪

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
জানুয়ারিতে ভারতের বাজারে মাইক্রোসফট সারফেস প্রো৪

ঢাকা: জানুয়ারিতে ভারতের বাজারে মাইক্রোসফট তার সারফেস প্রো৪ ট্যাবলেটটি ছাড়তে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সত্য নাদেলা। তবে নিদির্ষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি তিনি।



সারফেস প্রে৩’র সাফল্যের পর চতুর্থ প্রজন্মের সারফেস প্রো৪ গত মাসে বাজারে ছাড়ে মাইক্রোসফট। সারফেস প্রো৪’র মূল্য শুরু ৮৯৯ ডলার (এক ডলার ৭৮ টাকা) থেকে।

১২.৩ ইঞ্চি পিক্সেলটাচ মাইক্রোসফট সারফেস প্রো৪’র পর্দায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস৪। ইন্টেল ষষ্ঠ প্রজন্মের কোর প্রসেসরের সারফেস প্রো৪ আগের ট্যাবলেটের চেয়ে ত্রিশগুণ দ্রুত। শুধু তাই নয়, এটি ম্যাকবুক এয়ারের তুলনায় ৫০ গুণ দ্রুত বলেও দাবি মাইক্রোসফটের।

ফিঙ্গারপ্রিন্ট স্কেনার সুবিধার ১৬ গিগাবাইট ৠামের ট্যাবলেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা বাড়ানো যাবে এক টেরাবাইট পর্যন্ত।  

টানা নয় ঘণ্টা ব্যাটারি লাইফের সারফেস প্রো৪’র মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।