ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুস ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
আসুস ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আসুস ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতায় মেগাপুরস্কার হিসেবে আসুস ফোনপ্যাড পেয়েছে প্রতিযোগিতার প্রথম বিজয়ী। নির্বাচিত মোট ২০ জনের মধ্যে বাকি ১৯ জনকে গ্লোবাল ব্র্যান্ড ও আসুসের পক্ষ থেকে দেয়া হয়েছে বিশেষ পুরস্কার।



গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিমউদ্দিন খন্দকার উপস্থিত থেকে রোববার প্রতিষ্ঠানের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেয়।

উল্লেখ্য, ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতা ৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলে। লাইক, শেয়ার ও কমেন্টের ভিত্তিতে ‘ইউ-মি অ্যান্ড আসুস’ নামে ‘আসুস ভ্যালেন্টাইন সেলিব্রেশন’ প্রতিযোগিতাটি পরিচালিত হয়। দীর্ঘ ১ মাসের বেশী সময় ধরে আসুস ফ্যানপেজের সাথে অবস্থান করা লক্ষাধিক ফ্যানদের মধ্যে লাইক, শেয়ার ও কমেন্টের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

তাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ‘মেগাপুরস্কার’ বিজয়ী নির্বাচস করা হয়।

অনুষ্ঠানে আসুসের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫ 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।