ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বদরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বদরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৯ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।



এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ মেলায় ২৫টি স্টল বসবে। সোমবার (৩০ মার্চ) মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।