ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শালিখায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
শালিখায় ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব মুহা. মাহবুবর রহমান।

বিশেষ  অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রবিউল ইসলাম, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী শ্যামল কুমার দে।

মেলায় উপজেলার আটটি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্রের স্টলসহ মোট ২০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ও বিভিন্ন সেবা তুলে ধরা হয়।

জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তির ধারণা ছড়িয়ে দিতেই উপজেলা কেন্দ্রিক এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।