ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই সিমের নকিয়া ২১৫

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
দুই সিমের নকিয়া ২১৫

সাশ্রয়ী মূল্যে আবারও মাইক্রোসফট নিয়ে এলো দুই সিমের নকিয়া ২১৫। এটি সিরিজ ৩০+ এর একটি হ্যান্ডস্টে।

আগে থেকেই এতে দেয়া আছে অপেরা মিনি, ফেসবুক এবং ম্যাসেঞ্জার।

ভারতের বাজারে সুলভ মূল্যের এই হ্যান্ডসেটের দাম ২ হাজার ১৪৯ রুপি।

প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট ভিত্তিক বেশ কিছু সুবিধা প্রদানের জন্য পণ্যটি সেভাবেই প্রস্ত্তত করা হয়েছে। এতে মিনি ব্রাউজার, বিং সার্চ, এমএসএন ওয়েদার এবং টুইটার মতো অ্যাপসগুলো রয়েছে। এমনকি ব্যবহারকারীরা ফেসুবক এবং মেসেঞ্জারে সংযুক্ত থাকতে পারবে সেইসাথে তাক্ষণিক বার্তাও পাবে।

এছাড়া ৯টি স্থানীয় ভাষায় ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী ফেসবুক ব্যবহার করতে পারবেন।

নকিয়া ইন্ডিয়ার সেলস ডিরেক্টর মার্কেটিং রাঘুভেস এর দাবি নকিয়া ২১৫ আনার মূল উদ্দেশ্য হলো যারা প্রথমবার মোবাইল ফোন ব্যবহার করতে যাচ্ছে তাদের কথা বিবেচনা করে।

এছাড়া তার দাবি, প্রথম সারির মোবাইল ফোনের বাজার ভারত আর ফিচার ফোন হলো বিপুল সংখ্যক ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের জন্য প্রথম পোর্ট।

নকিয়া ২১৫ তে আছে প্রতিষ্ঠানের নিজস্ব সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেম এবং ভিজিএ ক্যামেরা।

অবশ্য, বর্তমান সময়ে শহুরে মানুষগুলো যআরো আধুনিক স্মার্টফোনের দিকে ঝুকছে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।