ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজধানী জুড়ে ‘ফুড মার্ট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
রাজধানী জুড়ে ‘ফুড মার্ট’

চলতি মাস থেকে রাজধানী জুড়ে শুরু হয়েছে ‘ফুড মার্ট’র কার্যক্রম। তাই সমগ্র ঢাকার ভোজন রসিকরা এখন থেকে চাইলেই পছন্দের সব রেন্টুরেন্টের খাবার অর্ডার করতে পারবেন এই (www.foodmart.com.bd) সাইটে।



অর্ডারে গ্রাহককে কোনো ডেলিভারি চার্জ দিতে হবেনা। গ্রাহকরা এখানে ক্যাশ অন ডেলিভারি ছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা পাচ্ছেন।    

ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, গত বছরের নভেম্বরে দেশিয় প্রতিষ্ঠান ফুড মার্ট’র কার্যক্রম শুরু হয়। প্রথমত আমরা রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকাতে আসতে সক্ষম হয়, গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষে এ মাসে পুরো রাজধানীতে কার্যক্রম শুরু করেছি। এখানে অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুড মার্টের কর্মীরা।

‍তিনি আরও বলেন, রাজধানীর জনপ্রিয় রেস্টুরেন্টের প্রিয় খাবার পাওয়া যাবে ফুডমার্টে। কারণ এখানকার ৩২০টি নামকরা রেস্টুরেন্ট আমাদের সাথে কাজ করছে।
 
ফুড মার্ট সর্ম্পকে বিস্তারিত তথ্য ও অর্ডার দেয়ার নিয়ম জানতে  www.foodmart.com.bd এ সাইটে যেতে পারেন অথবা ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন (www.facebook.com/foodmartofficial)।

 উল্লেখ্য, অর্ডার দেয়ার সঙ্গে সঙ্গেই ফুড মার্টের পক্ষ থেকে গ্রাহকরা পাবেন এসএমএস ও ডেলিভারির সময়।

বাংলাদেশ সময়:১৮০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।