ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯ হাজারে হাইডেফিনেশন পর্দার সিম্ফনি স্মার্টফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
৯ হাজারে হাইডেফিনেশন পর্দার সিম্ফনি স্মার্টফোন

ঢাকা: স্মার্টফোন বাজারের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফনি এবার আনলো এইচ টোয়েন্টি (এইচ ২০) নামের পাঁচ ইঞ্চি পর্দার একটি স্মার্টফোন।

সম্প্রতি, ইস্টার্ন প্লাজায় সিম্ফনির মোবাইল আউটলেটে হ্যান্ডসেটটির বিক্রি বিপণন উদ্বোধন করা হয়।

 

রোববার (০১ মার্চ) স্মার্টফোন কোম্পানিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচ টোয়েন্টির মূল আকর্ষণ এর ঝকঝকে নিখুঁত ডিসপ্লে; যার ফলে এ ফোনে তথ্য, ছবি ও ভিডিও যে কোনো দিক থেকেই সবসময় পরিস্কার ও উজ্জ্বলভাবে দেখা যায়।

এ জন্য ব্যবহার করা হয়েছে, ইন-প্লেইন সুইচিং বা আইপিএস প্রযুক্তির পর্দা, যা সারা বিশ্বে আদর্শ হিসেবে পরিচিত। এই প্রযুক্তির ফলে ফোনটির প্রত্যেকটি ছবি বা মুভি অনেক স্পষ্ট ও প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যবহারকারীদের আসল থ্রিডি মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা দিতে ‘অ্যাস্ফল্ট’ বা ‘নিড ফর স্পিড’-এর মতো বিশ্বখ্যাত গেমসগুলো কোনো ঝামেলা ছাড়াই চলবে এ ফোনে।

এর সঙ্গে যোগ করা হয়েছে, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর অটো-ফোকাস প্রযুক্তির ফলে ছবি তোলা যাবে যে কোনো মুহূর্তে। বর্তমানে বাজারে যে কোনো মোবাইল আউটলেটে মাত্র ৮,৯৯০ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে।

সহজ কথায়, এই স্মার্টফোন ব্যবহার করে যে কেউ সব রকম ছবি, মুভি, গেমিং বা গানসহ যে কোনো মাল্টিমিডিয়া সুবিধা পুরোপুরি উপভোগ করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটির ওজন, আকার ও ডিজাইনে সবরকম আধুনিক উপকরণের সমন্বয় করা হয়েছে।

প্রসেসর হিসেবে এতে রয়েছে, একটি শক্তিশালী ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর মাইক্রো চিপ ও ১ গিগাবাইট র‌্যাম, যার ফলে ফোনটিতে এক সঙ্গে অনেকগুলো অ্যাপস চালানো যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমচালিত এই ফোনে ইন্টারন্যাল মেমোরি দেওয়া হয়েছে ৮ গিগাবাইট, যা চাইলে পরে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর বেশিক্ষণ ধরে চালু থাকার জন্য ২০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী একটি ব্যাটারিও দেওয়া হচ্ছে, এই স্মার্টফোনের সঙ্গে।

ফোনটি উদ্বোধনকালে সিম্ফনির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জাহিদুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেকটি ফোন গ্রাহকদের বর্তমান চাহিদার কথা চিন্তা করে নিয়ে আসা হয়। মাল্টিমিডিয়ার এই যুগে এ রকম বড় স্ক্রিনের একটি স্মার্টফোন গ্রাহকদের পছন্দ।

এতে সবরকম ছবি, গান বা মুভি চালাতে ও গ্রাহক বন্ধুদের সঙ্গে সহজেই সব ধরনের ডাটা শেয়ার করতে পারবে। আর তাই প্রতিবারের মতো এই স্মার্টফোনটিও গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।

এই স্মার্টফোনে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, যে কোনো শব্দ বা কল রেকর্ড করার জন্য রেকর্ডার, প্রচলিত সবরকম অডিও বা ভিডিও ফরম্যাট চালানো ও এফএম রেডিওসহ আরো বেশকিছু দারুন ফিচার। এছাড়াও এতে ওয়াইফাই, ব্লুটুথ ও মডেম হিসেবে ব্যবহার করার সুবিধা তো থাকছেই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফোনির ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী জহির উদ্দিন, ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হানিফ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।