ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে প্রযুক্তি মেলা ৬ মার্চ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
রাজশাহীতে প্রযুক্তি মেলা ৬ মার্চ শুরু

রাজশাহী: রাজশাহীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান শিল্প ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে আগামী ৬ মার্চ। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য এ মেলার আয়োজন করেছে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার।



বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (সায়েন্স ল্যাবরেটরি) ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার বিষয়টি বাংলানিউকে জানান  রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রিন্সিপাল অফিসার ওবায়দুল হক হেলালী।

তিনি বলেন, মেলায় বিভিন্ন স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরো বলেন, উদ্ভাবনীসহ মেলায় অংশগ্রহণে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য তার ও সদস্য সচিব বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে। ক, খ ও গ এই তিনটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আর্কষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।