ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৯৫০০ টাকায় ডেল কোরআই-থ্রি ব্রান্ড পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
৩৯৫০০ টাকায় ডেল কোরআই-থ্রি ব্রান্ড পিসি

ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের ব্রান্ড পিসি এলো দেশের আইটি মার্কেটে। এ মুহূর্তে যারা সাধ্যের মধ্যে উন্নতমানের বৈশিষ্ট্যযুক্ত আর ভাল ব্র্যান্ডের পিসি খুজেছেন তাদের জন্য মডেলটি বেশ উপযুক্ত।

স্মার্ট টেকনোলজিস লিমিটেড পরিবেশিত এ পণ্যটির বাজার মূল্য ৩৯ হাজার ৫’শ টাকা।

ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই-থ্রি প্রসেসর সম্পন্ন পিসিটিতে যুক্ত অন্যান্য অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ইন্টেল ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ জিবি ৠা্ম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টার্নাল ডেল বিজনেস অডিও স্পীকার, এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি মনিটর, ডেল এমএস১১১ ইউএসবি অপটিক্যাল মাউস এবং ডেল কেবি২১২-বি মডেলের ইউএসবি কীবোর্ড।
সরাসরি জানতে: “০১৭৩০৩১৭৭৩৩”।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।