ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভ্যালেন্টাইন প্রতিযোগিতায় লাভা ‘এক্স৮কিউ’ স্মার্টফোন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ভ্যালেন্টাইন প্রতিযোগিতায় লাভা ‘এক্স৮কিউ’ স্মার্টফোন!

এবারের ভালাবাসা দিবসে লাভা মোবাইল বাংলাদেশের বিশেষ আয়োজন "ভালবাসার অপ্রকাশিত অনুকাব্য" । প্রতিযোগিতামূলক এই আয়োজনে অংশ নিয়ে সদ্য বাজারে আসা লাভা "এক্স৮কিউ" মডেলের  স্মার্টফোন জেতার সুযোগ রয়েছে।



অংশগ্রহনে আগ্রহীদের পরিবার, বন্ধু, সম্পর্ক, সংগ্রাম, প্রেম, দেশের প্রতি ভালোবাসা অথবা  ভালবাসার মানুষটিকে নিয়ে কিংবা মনের গহীনে থাকা অপ্রকাশিত ভালবাসা নিয়ে  লিখতে হবে।

লেখার শব্দ সীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৩০০ শব্দ পর্যন্ত। একজন প্রতিযোগি একাধিক লেখা পোষ্ট করতে পারবে কিন্তু কপি পেস্ট কিংবা কোনো কবিতার অংশ হওয়া যাবেনা।

লেখার শেষে যোগ করতে হবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটি হচ্ছে - #CelebrateValentineWithLava।

এরপর লেখাটি লাভা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে পোষ্ট করতে হবে। নির্বাচিতদের জন্য থাকছে মোট ২০টি আকর্ষনীয় পুরস্কার।

"ভালবাসার অপ্রকাশিত অনুকাব্য" আয়োজনে সহযোগি হিসেবে আছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি সোস্যাল মিডিয়া পারলার।
প্রতিযোগিতায় অংশ নেয়ার শেষ সময় ১৪ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত।

আরো জানতে ভিজিট করুন - http://on.fb.me/1ukhysO "
Lava Mobile Bangladesh


বাংলাদেশ সময়:  ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।