ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হালকা ফেসবুক বাংলাদেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হালকা ফেসবুক বাংলাদেশে

দুর্বল ইন্টারনেট! ফেসবুক ব্রাউজিংয়ে বিরক্তি! আর চিন্তা নেই। মোবাইল ফোনে ব্যবহারের জন্য হালকা করে আনা হচ্ছে ফেসবুক।

এর মোবাইল অ্যাপের জন্য একটি হালকা ভার্সন এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। বাংলাদেশও এই ভার্সনের সুবিধা পাচ্ছে।

মোবাইল ফোনে অব্যাহত গতিতে ব্যবহার বেড়ে যাওয়ায় এই উদ্যোগ ফেসবুক কর্তৃপক্ষের।

ফেসবুকের একজন মুখোপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ‘ফেসবুক লাইট’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ‘র এ নকশা এরই মধ্যে তৈরি হয়ে গেছে। সেকেন্ড জেনারেশন (টু-জি) কানেকশনে এবং অপেক্ষাকৃত দুর্বল গতির ইন্টারনেটেও এর সহজ ও সাবলীল ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

এর মধ্য দিয়ে ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক হয়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা তাদের। এরই মধ্যে গোটা বিশ্বে ১০০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

কমদামি অ্যান্ড্রয়েড হ্যান্ড সেটেও এই হালকা ফেসবুক ভার্সন কাজ করবে। পেজলোডিং, ছবি পোস্ট এগুলো আরও সহজ ও দ্রুত হবে।

প্রযুক্তির খবর দেয় এমন মাধ্যম টেকক্রাঞ্চ বলেছে, এই অ্যাপটি এরই মধ্যে এশিয়া, আফ্রিকার বেশ কয়েকটি দেশে চালু হয়ে গেছে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এছাড়া রয়েছে নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

এর আগে সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি ভার্সন বাজারে ছাড়ে ফেসবুক।

এছাড়া বিশ্বের পিছিয়ে পড়া দেশ বা অঞ্চলগুলোর জন্য ইন্টারনেট.অরগ নামেও একটি প্রকল্প চালু করে এই সামাজিক নেটওয়ার্কটি।       

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।