ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চোখের কোনে ঝুলে থাকবে টেলিভিশন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
চোখের কোনে ঝুলে থাকবে টেলিভিশন!

কেউ টেলিভিশন বেশি দেখলে বলা হয়, ‘গলায় টিভি ঝুলিয়ে দাও’। এবার বুঝি সত্যি সত্যি সে কথা ফলতে চললো।

ব্যবহারকারী নিজেই বহন করবেন টেলিভিশন। আর তা ঝুলবে চোখের কোনায়। দিন-রাত, যখন খুশি তখন দেখতে পাবেন টেলিভিশন।

এমন একটি টেলিভিশন এরই মধ্যে তৈরি করেছে জাপান। টোকিওতে কনজুমার ইলেক্ট্রনিক্স প্রদর্শনীতে এর এক দফা প্রদর্শনীও হয়ে গেছে।

একটি উচ্চ ক্ষমতাশীল এয়ার স্কাউটার হেডসেটই এই টেলিভিশন। যা চোখের সামনে থাকলে ব্যবহারকারীর রেটিনায় সরাসরি গিয়ে ধর‍া দেবে। আর এতে তিনি দেখতে পাবেন অন্তত ১৩ ইঞ্চি প্রশস্ত একটি ডিসপ্লে।

এয়ারস্কাউটার হেডসেটটি বানিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান ব্রাদার। মাথার ঠিক সামনেই ছোট একটি ডিভাইস, যাতে যে কোনো ইমেজ থাকলেই তা ব্যবহারকারীর চোখের রেটিনায় সরাসরি ধরা পড়বে। তখন উচ্চ রেজুলেশনের ফুটেজ চোখের সামনে তিন ফুট দুরত্বে ১৩ ইঞ্চি মাপের একটি ভার্চুয়াল স্ক্রিন তৈরি করবে।

প্রাথমিকভাবে এই ডিভাইসের দাম ধরা হয়ে ১৯৬৬ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দেড় লাখ টাকার কিছু বেশি।
Ring_001
ওই প্রদর্শনীতে ফুজিৎসু এনেছে এক ধরনের আংটি যা পরে বাতাসে আঙ্গুল দিয়ে কিছু লিখলেই তা ইথারে স্পষ্ট হয়ে উঠবে, আর এনিকল’র সুনাগারু ট্যাগ প্রদর্শিত হয়েছে যা আপনার পালিত প্রাণিটি খুঁজে বের করা যাবে সহজেই।

বাংলাদেশ সময় ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।