ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাল্টিপ্ল্যানের সাথে গ্লোবাল ব্র্যান্ডের চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
মাল্টিপ্ল্যানের সাথে গ্লোবাল ব্র্যান্ডের চুক্তি

গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের পান্থপথস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার গ্লোবাল ব্র্যান্ড এবং এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী আগামী ৩১শ ডিসেম্বর পর্যন্ত ১ বছরের জন্য মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটে বিদ্যমান স্থানসমূহে গ্লোবাল ব্র্যান্ড তাদের বাজারজাতকৃত নামকরা ব্র্যান্ডসমূহের প্রচার, প্রচারণামূলক ব্যানার, পোস্টার, স্টিকার, ফ্যাস্টুন সহ বিভিন্ন ব্র্যান্ডিং সামগ্রী ব্যবহার করতে পারবে।



চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক-ই এহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় গ্লোবাল ব্র্যান্ড এবং মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।