ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বিডিকম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বিডিকম

ঢাকা: করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য তৃতীয়বারের মতো ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড।

শনিবার (০৫ অক্টোবর) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত ১১তম ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৩’ এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যাটাগরিতে ৩য় বারের মতো এ পদক পেল বিডিকম অনলাইন লিমিটেড।

বিডিকমের পক্ষে পদকটি গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ারভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম (অব.)।

অনুষ্ঠানে পদক দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবারের মতো ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করে আইসিটি সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘বিডিকম অনলাইন লিমিটেড, তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে ২য় বারের মতো এ সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি।

বিগত ২৭ বছর ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতে সুরক্ষিত ইন্টারনেট সেবা, ডেটা কানেক্টিভিটি, আই পি টেলিফোনি সেবা, ভেহিকেল ট্র্যাকিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টসহ পরিপূর্ণ আইসিটি সল্যুশন পরিষেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে  BDCOM Online Ltd.।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।