ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে ল্যাপটপ পেলেন নড়াইলের ২৪০ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
বিনামূল্যে ল্যাপটপ পেলেন নড়াইলের ২৪০ নারী

নড়াইল: নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে নড়াইলের ২৪০ জন শিক্ষার্থী বিনামূল্যে পেলেন ল্যাপটপ।  

সোমবার (১১ মার্চ) দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাইমারি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ল্যাপটপগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।  

হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমীনের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আরাফাত হোসেন ও পৌর মেয়র আঞ্জুমান আরা বক্তব্য দেন।  

পরে মঞ্চে তিন উপজেলার মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ তুলে দেওয়া হয়। প্রাইমারি ইনফোটেক লিমিটেড ও সিমেক সিস্টেম লিমিটেড প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করে।

এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে চার মাসের আউটসোর্সিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষার্থীদের।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।