ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ালেট ‘পকেট’ নিয়ে আসছে এবিজি টেকনোলজিস

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ডিজিটাল ওয়ালেট ‘পকেট’ নিয়ে আসছে এবিজি টেকনোলজিস

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেড নিয়ে আসছে ডিজিটাল ওয়ালেট ‘পকেট’।

ইতোমধ্যে এ সেবাদানের জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও একধাপ এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক এ লাইসেন্স প্রদান করেছে।  

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ বৃহস্পতিবার (১৮ মে) এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কর্মরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ (এ)(ই) ধারার ক্ষমতাবলে এবিজি টেকনোলজিস লিমিটেডকে দেশের অভ্যন্তরে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে। ’

এটি চালু হলে দেশের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে পারবে এবিজি টেকনোলজিস। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার ক্যাশলেসের পথে যে যাত্রা শুরু করেছে, এবিজি টেকনোলজিস লিমিটেড সেই পথে গর্বিত অংশীদার হিসেবে কাজ করবে।

দেশের মানুষকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে পেমেন্টস ও আন্তঃ ব্যাংকিং খাতে বড় ভূমিকা রাখবে ই-ওয়ালেট পকেট।  

তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে বাংলাদেশ ক্রমেই অগ্রসরমাণ ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে, এরই ধারাবাহিকতায় ক্যাশলেস বাংলাদেশ নির্মাণে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে প্রচারণা চালু করেছে।  

দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেড সরকারের উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।