ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

এলজি মনিটর ও কমার্শিয়াল ডিসপ্লে’র উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এলজি মনিটর ও কমার্শিয়াল ডিসপ্লে’র উদ্বোধন এলজি মনিটর ও কমার্শিয়াল ডিসপ্লে’র উদ্বোধন, ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এলজি মনিটর ও কমার্শিয়াল ডিসপ্লে’র উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) রাতে একটি হোটেলে বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজি ইলেকট্রনিক্স’র প্রধান পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট নতুন পণ্যগুলো উন্মোচন করে।

এলজি ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বে সুপরিচিত নাম।

এলজি মনিটর ও কমার্শিয়াল ডিসপ্লে’র উদ্বোধন, ছবি: সুমন শেখ

অনুষ্ঠানের শুরুতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার ও এলজির ম্যানেজিং ডিরেক্টর এডওয়ার্ড কিম বক্তব্য রাখেন।

এলজি ইলেকট্রনিক্স’র একাউন্ট ম্যানেজার জোসেফ ডংহিউন সুহ ও রিজিওনাল জেনারেল ম্যানেজার ব্রায়ান ইয়ং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রশ্ন-উত্তর পর্বে কয়েকজন বিজয়ী অতিথিকে পুরস্কার দেওয়া হয়। সমাপনী বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ডের ডিরেক্টর জসিমউদ্দিন খন্দকার।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।