ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প

রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গিবাদ বিনিয়োগবৃদ্ধিতে বড় বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৬
রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গিবাদ বিনিয়োগবৃদ্ধিতে বড় বাধা

ঢাকা: রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট বাংলাদেশে বিনিয়োগবৃদ্ধির জন্য বড় বাধা। তবে এখানে বিনিয়োগবৃদ্ধির ব্যাপক সম্ভ‍াবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেট ক্লাইমেট ডায়ালগ’ শীর্ষক সভায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে এর জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করবে সরকার। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে ভালো। আমরা ওষুধ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছি।
 
ইইউ দেশগুলোর প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।

বৈঠকে ইইউ দেশগুলোর মধ্যে উপস্থিত ছিলেন- ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা।

বাংলাদেশ সময় : ১৩৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসএমএ/জিসিপি/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।