ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় বাড়ছে নারী নির্যাতন, পুলিশ প্রধানের অফিস ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
ত্রিপুরায় বাড়ছে নারী নির্যাতন, পুলিশ প্রধানের অফিস ঘেরাও সড়কে অবস্থানরত আন্দোলনকারীরা

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। এসব নির্যাতনের ঘটনায় জড়িতদের অধিকাংশই শাসক দলের মদদপুষ্ট বলে অভিযোগ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

 

বুধবার (১৬ নভেম্বর) বিরোধী বামফ্রন্ট সমর্থিত এ সংগঠনটির সদস্যরা নির্যাতনকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগরতলার আখাউড়া রোড এলাকার ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের (ডিজি) অফিস ঘেরাও করে।

এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক আন্দোলনকারীর হাত কেটে রক্তাক্ত জখম হয়।  

নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য অভিযোগে বলেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন তাদের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করে। ঘটনাস্থলে মহিলা পুলিশ কর্মী উপস্থিত থাকার পরও, পুরুষ সদস্যরা তাদের এখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বাংলাদেশ সময়ঃ ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।