ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে রাজনীতিকদের মধ্যেও করোনা শনাক্ত বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
পশ্চিমবঙ্গে রাজনীতিকদের মধ্যেও করোনা শনাক্ত বাড়ছে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে একজনের, ছবি: সংগৃহীত

কলকাতা: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরও এক রাজনীতিক। এরইমধ্যে কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেসের সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী।

তার শারীরিক অবস্থা সংকটজনক। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে।

এ নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতির মহলেও। কেননা, উল্লেখযোগ্য ভাবে রাজ্যের নিরিখে সাধারণ মানুষের সঙ্গে একাধিক রাজনীতিকও আক্রান্ত হচ্ছেন বলে খবর মিলেছে।

কয়েকদিন আগেও শনাক্ত হন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু থেকে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

আক্রান্ত বিজেপির অন্দরেও। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল করোনায় আক্রান্ত ছিলেন। বর্তমানে তারা সুস্থ। এছাড়া তৃণমূলের একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধিও ভাইরাসে আক্রান্ত। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ, সমরেশ দাসের মৃত্যু পর্যন্ত হয়েছে করোনায়। আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় কমিটি সম্পাদক অনুপম হাজরাও।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।