ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রঙের নেশায় রঙিন কলকাতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
রঙের নেশায় রঙিন কলকাতা

কলকাতা: দোল উৎসব মানেই সবার সঙ্গে রঙ মেলানোর দিন। আবার রঙের নেশায় রঙিন হওয়ার উৎসবের নামই হোলি। তাই প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কও যেনো গায়ে লাগছে না; সেভাবে দোল উত্সবে মুখর ভারত তথা পশ্চিমবঙ্গ।

সোমবার (০৯ মার্চ) সকাল থেকেই উৎসবের মেজাজে শহর কলকাতা। গোলপার্ক টু গড়িয়া, টালা থেকে টালিগঞ্জ, মায়াপুর টু মেদিনীপুর- সবমিলে গোটা রাজ্যে রঙের নেশা।

আবির ছোঁয়ায় মাতোয়ারা।

শুধু আবির নয়, ঋতুরাজ বসন্তর আগমনে প্রকৃতির গায়ের রঙও লেগেছে। শিমুল-পলাশের ছড়াছড়ি, নানা ফলে, ফুলের আবিরে মাতোয়ারা মায়াপুর, নবদ্বীপ ও ইসকন।

তবে কিছুটা হলেও করোনা ভাইরাস গ্রাস করেছে রঙের বাজারে। আবিরের বাজারে এবারে সেরকম বিক্রি নেই বলছেন সংশ্লিষ্টরা। চীনা আবিরের গুজবে ব্যবসায় মন্দার সম্মুখীন হয়েছেন তারা।

অস্থায়ী দোকান নিয়ে বসেছেন বেশ কিছু ব্যবসায়ী। মজুত রাখা রয়েছে উৎসবের সমস্ত উপকরণ। কিন্তু সেভাবে দেখা নেই ক্রেতার।

সে কারণেই রঙের উৎসবে এবার কিছুটা হলেও করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে উৎসবপ্রেমী শহরবাসীকে। তাই করোনাভাইরাসের ধাক্কায় এবার শান্তিনিকেতনে বাতিল বসন্তোত্সব।

সবশেষে অন্যান্য বছরের তুলনায় এবার দোলের উন্মাদনায় কিছুটা ভাটার ছবি ধরা পড়েছে বলতে হবে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
বিএস/আরআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।