ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কার র‌্যালি ঢাকায় আসছে ২ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কার র‌্যালি ঢাকায় আসছে ২ মার্চ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কলকাতায় কার র‌্যালির উদ্বোধন। ছবি: বাংলানিউজ

কলকাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা থেকে ঢাকায় আসছে ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ’ নামে এক কার র‌্যালি। ২ মার্চ (সোমবার) ঢাকায় পৌঁছাবে এ র‌্যালি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলকাতার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উদ্যোগে রবীন্দ্রসদন সংলগ্ন ক্যালকাটা ক্লাব থেকে এ র‌্যালির শুরু হয়। পতাকা নেড়ে এ র‌্যালির উদ্বোধন করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

এতে উপস্থিত ছিলেন রাজ্যের সাবেক ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্র, বাংলাদেশ উপদূতাবাসের প্রেস শাখার প্রথম সচিব মোফাকখারুল ইকবাল, ম্যাজিশিয়ান সোমনাথ, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার চেয়ারম্যান মিলন মুখার্জিসহ অন্যরা।

কার র‌্যালিতে মোট ২১টি গাড়ি অংশগ্রহণ করছে। র‌্যালিটি ১ মার্চ বনগা হয়ে পেট্রাপোলের মধ্য দিয়ে হরিদাসপুর সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। পরে যশোর হয়ে ২ মার্চ ঢাকায় পৌঁছাবে র‌্যালিটি।

ঢাকায় ধানমণ্ডির বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাসভবনে এসে শ্রদ্ধা জানাবেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন।

পরে কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর হয়ে চ্যাংড়াবান্ধা বুড়িমারী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করবে র‌্যালিটি। ৭ মার্চ র‌্যালিটি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পৌঁছাবে।

র‌্যালিটি দু’দেশের মধ্যে আরও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ফেডারেশন অব ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সিমরান ভিরক।

বাংলাদেশ উপ-দুতাবাস থেকে এ র‌্যালিকে দু’দেশের মধ্যে বন্ধুত্বকে সুদৃঢ় করবে বলে আশা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ভিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।