ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ জগদীপ ধনকরের শুভেচ্ছা বিনিময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ছবি: বাংলানিউজ

কলকাতা: পশ্চিমবঙ্গে ১৯তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন জগদীপ ধনকর।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণন।

শপথ বাক্য পাঠের পর অনুষ্ঠানে জগদীপ ধনকরের শুভেচ্ছা বিনিময় হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এরপর কলকাতার বাংলাদেশ উপ দূতাবাস প্রধান তৌফিক হাসান রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপ দূতাবাস প্রধানকে পরিচয় করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ উপ দূতাবাস ছাড়াও এ দিন কলকাতার বিভিন্ন দেশের দূতাবাস প্রধানরাও উপস্থিত ছিলেন। সবার সঙ্গেই পরিচিত হন রাজ্যপাল জগদীপ ধনকর।

অনুষ্ঠানে বিরোধীদের মধ্যে কংগ্রেস নেতা আবদুল মান্নানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

গত ২৪ জুলাই শেষ হয়েছিল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ। সোমবারই (২৯ জুলাই) রাজ্যে আসেন জগদীপ ধনকর এবং মঙ্গলবারই শপথের মধ্য দিয়ে রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন।

তিনি সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ও রাজস্থানের সংসদ সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।