ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় মহিউদ্দিন চৌধুরীর শোকসভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কলকাতায় মহিউদ্দিন চৌধুরীর শোকসভা শুরু কলকাতায় মহিউদ্দিন চৌধুরীর শোকসভা

কলকাতা থেকে: ‘চট্টল বীর’ খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিধন্য কলকাতার শ্যামবাজার স্ট্রিটের আপ্যায়ন গেস্ট হাউসে বর্ষিয়ান নেতার শোকসভা শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কলকাতায় চট্টগ্রামবাসীর উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।  

শোকসভায় সভাপতিত্ব করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, অমলেন্দু সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সার্জন ডা. পূর্ণেন্দু রায়।  

এতে স্বাগত বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের চট্টগ্রামের আবাসিক সম্পাদক রফিকুল বাহার। তিনি বলেন, গণমানুষের নেতা হতে হলে গণমানুষের সঙ্গে থাকতে হয় এটা মহিউদ্দিন চৌধুরীর বার্তা।

শোকসভায় মহিউদ্দিন চৌধুরীর জীবন, কর্ম ও স্মৃতি নিয়ে আলোচনা করবেন চট্টগ্রাম পরিষদের সভাপতি রতন ধর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এআর/এমজেএফ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।