ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দার্জিলিংয়ে পুরোপুরিভাবে টয়ট্রেন চালু ১৫ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
দার্জিলিংয়ে পুরোপুরিভাবে টয়ট্রেন চালু ১৫ ডিসেম্বর সংগৃহীত ছবি

কলকাতা: দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার ডাকা আন্দোলনের জেরে গত ১২ জুন থেকে বন্ধ ছিল সমস্ত পর্যটন ব্যবস্থা। তার সঙ্গে বন্ধ হয়েছিল দার্জিলিঙের মূল আকর্ষণ ট্রয়ট্রেন পরিষেবা।

টানা ১২৭ দিন বন্ধ থাকার পর পাহাড়ি পথে গত ১৫ অক্টোবর আংশিকভাবে চালু হয় টয়ট্রেন। কিন্তু তা চালু হয়েছিল শিলিগুড়ি থেকে ঘুম স্টেশন পর্যন্ত।

এবার তা পুরোপুরি চালু হতে চলেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক’দিন আগে ঘোষণা করেন, ২৭ ডিসেম্বর থেকে দার্জিলিংয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাবেন সেখানে। এরমধ্যে হেরিটেজ টয়ট্রেন বন্ধ থাকলে বিরূপ বার্তা যাবে বিদেশি পর্যটকদের কাছে।

দার্জিলিং হিমালায়ান রেলওয়ের সঙ্গে কথা বলে অবিলম্বে সম্পূর্ণ পথে টয়ট্রেন চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রেল দফতর ঠিক করে ১৫ ডিসেম্বর থেকে আগের মতো গোটা পথেই চলবে ঐতিহ্যশালী হেরিটেজ টয়ট্রেন।  

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।