ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আরও গরম বাড়বে কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ৫, ২০১৭
আরও গরম বাড়বে কলকাতায়

কলকাতা: আগামী দুই দিনে আরও গরম বাড়বে কলকাতায়। শুক্রবার (০৫ মে) দেওয়া পূর্বাভাসে এমনটা জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। 

এদিন সকাল থেকেই গরম বাড়তে শুরু করেছে কলকাতায়। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপর ঘোরাফেরা করছে।

 

কলকাতায় আগামী দুই দিনে ঝড়বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে বাড়তে থাকা গরমে অস্বস্তি আরও বাড়বে।  

আলিপুরের আবহাওয়া অধিদপ্তরের প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিকের গরম হাওয়ার ব্যাপক প্রভাব রয়েছে কলকাতায়। এ আবহাওয়া চলবে আরও দু’দিন।
 
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তাপমাত্রা শুক্রবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
 
কলকাতার তাপমাত্রা গোটা সপ্তাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। গরমের ফলে কলকাতাসহ বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষের অসুস্থ হয়ে পড়ার খবরও আসছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আরও কিছুটা চিন্তায় ফেলেছে কলকাতাবাসীর।
 
একমাত্র বৃষ্টির সম্ভাবনার খবর শোনা গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলির জন্য। সপ্তাহের শেষে বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কিছুটা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।