ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের বাংলা নববর্ষ বরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের বাংলা নববর্ষ বরণ কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের বাংলা নববর্ষ বরণ-ছবি-বাংলানিউজ

কলকাতা: প্রতি বছরের মতোই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন বাংলা নতুন বছরকে বরণ করে নিলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। 

শুক্রবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে উপ-হাইকমিশন কমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আগে কলকাতার রাস্তায় ফেস্টুন, ব্যানার, মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

উপ-হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও এই শোভাযাত্রায় অংশ নেন ধর্ম-বর্ণ নির্বিশেষে কলকাতার সাধারণ মানুষ। সবার কণ্ঠে ছিলো গান... ‘এসো হে বৈশাখ, এসো এসো....’। যদিও পশ্চিমবঙ্গে শনিবার (১৫ এপ্রিল) নববর্ষ পালন করা হবে।

নববর্ষবরণে শোভাযাত্রা।  ছবি: বাংলানিউজমঙ্গল শোভাযাত্রার পর উপ-হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

নববর্ষের এ অনুষ্ঠান ছিলো সঙ্গীত, ন‍াচ এবং সুরের মূর্ছনা। বিশিষ্ট অতিথিদের সঙ্গে যোগ দেন কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ। বর্ষবরণের এই অনুষ্ঠান বিগত বছরগুলো থেকেই কলকাতার নববর্ষ অনুষ্ঠানের পাশাপাশি এক বিশেষ জায়গা করে নিয়েছে।  

অনুষ্ঠান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী নাগরদোলা, হাওয়াই মিঠাই, বায়োস্কোপ, পালকি, মুখোশ, ছাড়াও ছিলো বিভিন্ন পিঠেপুলি ও হরেক রকম খাবারের ব্যবস্থা।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএস/আরআর/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।