ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

নাচে-গানে শেষ হলো কলকাতায় বিজয় উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
নাচে-গানে শেষ হলো কলকাতায় বিজয় উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উৎসবের শেষ পর্বে আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাসে এসআই টুটুলের গানে নাচলেন উপস্থিত দর্শকরা।

কলকাতা: উৎসবের শেষ পর্বে আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাসে এসআই টুটুলের গানে নাচলেন উপস্থিত দর্শকরা। সঙ্গে নাচলেন কলকাতায় থাকা বাংলাদেশের ছাত্রছাত্রীরা।

শুধু তাই নয়, উৎসবের শেষ সময়ে অন্য মেজাজে ধরা দিলেন মিশনের কর্মকর্তারাও।

টুটুলের গানে সস্ত্রীক নেচে উঠলেন মিশনের কর্মকর্তারা। ছন্দে, সুরে , নাচে আর প্রাণ খোলা ভালবাসার মধ্যেদিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) শেষ হলো কলকাতায় পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উৎসবের শেষ দিন মঞ্চে নৃত্য পরিবেশনা করেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এ দিন শেষ পর্বে দর্শক দের উচ্ছ্বাস ছিল দেখার মতো। উপস্থিত ছিলেন মিশনের প্রায় সব কর্মকর্তা ও তাদের পরিবার। অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ তিনিও নৃত্যে যোগ দেন।

সুর, তাল, ছন্দ এবং সর্বোপরি দু’দেশের বন্ধুত্বের বার্তা ছড়িয়ে শেষ হলো ২০১৬ সালের পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্ট‍া, ডিসেম্বর ২০, ২০১৬
ভিএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।